মৃত ব্যক্তিকে গোসল, কাফন, জানাযা ও দাফন করার নিয়ম।
।
(মানুষ মারা গেলে তার প্রতি করণীয়, মৃতকে গোসল দেয়া, কাফন
দেয়া, জানাযার সালাত আদায় ও দাফনের পদ্ধতি)
।
ক) ভূমিকা: মৃত্যু অবধারিত সত্য। মৃত্যু থেকে পালাবার কোন পথ নেই।
আল্লাহ্ তা’আলা এরশাদ করেন:
ﻛُﻞُّ ﻧَﻔْﺲٍ ﺫﺍَﺋِﻘَﺔُ ﺍﻟْﻤَﻮْﺕِ
“প্রত্যেক প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে।” (আল ইমরান- ১৮৫)
।
তিনি আরো বলেন: “মৃত্যু যন্ত্রনা সত্যসত্যই আগমণ করবে, যা থেকে
তুমি অব্যাহতি চাচ্ছিলে।” (ক্বাফ- ১৯)
আল্লাহ তায়ালা আরও বলনে: “কখনই নয়, যখন প্রাণ কন্ঠাগত হবে
এবং বলা হবে কে তাকে (রক্ষা করার জন্য) ঝাড়-ফুঁক করবে। আর সে
মনে করবে যে, বিদায়ের সময় এসে গেছে।” (ক্বিয়ামাহ্- ২৬-২৮)
।